রাঙামাটিতে ৫০ জন যুবক যবতীকে এ্যাডভান্স আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান আশিকার

549

p-1

তথ্যযুক্তি নির্ভর বর্তমান যুগে আউটসোর্সিং সেক্টরে সম্ভানাময় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা খুব সহজেই ঘরে বসে দেশী এবং বৈদেশীক মূদ্রা উপার্জন করতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা এ লক্ষ্যে ৫০ জন যুবক যবতীকে এ্যাডভান্স আউটসোর্সিং প্রশিক্ষণ দেয়। শনিবার এই প্রশিক্ষণের সনদ বিতরণ করেন পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।