॥ স্টাফ রিপোর্টার ॥ রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে আবাসিক হোটেল হিল সিটির পাশ থেকে অজ্ঞাতনামা মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আবাসিক হোটেলটির পাশ্বোর্ক্ত পরিত্যক্ত জলাধার থেকে লাশটি উদ্ধার করা হয়। স্যালোয়ার কামিজ পরা অজ্ঞাত এই লাশের মুখ অনেকটা থেতলানো এবং রক্তাক্ত অবস্থায় ছিলো।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আবাসিক হোটেল হিল সিটির পাশ্বোর্ক্ত একটি দোকানের নীচের পরিত্যক্ত অংশের পানিবিহীন হাউজ থেকে দূর্গন্ধ ভেসে আসতে থাকলে খোঁজ করে স্থানীয়রা সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করে। লাশের আনুমানিক ১৮/২০ বছর।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আবাসিক হোটেল হিল সিটিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হোটেলের সিসিটিভি ফুটেজ সম্বলিত হার্ডডিক্সসহ হোটেল ম্যানেজার সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এদিকে পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই লাশ উদ্ধারে রিজার্ভ বাজারে গেলে ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু পুলিশকে জানান, যে উক্ত লাশ উদ্ধারে দোকানের ভেতরে ছাড়া আর কোনো পথ নেই। এরপর পুলিশ ঘটনাস্থলে অন্যান্য ব্যবসায়িদের সহযোগিতায় উক্ত দোকানের নীচে নামার লক্ষ্যে দোকানে কাঠের ফ্লোরের মধ্য থেকে সাবল দিয়ে তক্তা উঠিয়ে নীচে নামে। এসময় দেখা যায়, ওই ঘটনাস্থলে হোটেল হিল সিটির দেয়াল বেয়ে যায়। পুলিশ এসময় লাশের হোটেল হিল সিটি থেকে বাঁধা অবস্থায় একটি প্লাষ্টিকের তেরপাল উদ্ধার করে। তেরপালের বিভিন্ন অংশের রক্তের দাগও পাওয়া গেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্য। এদিকে খবর পেয়ে পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন এবং হোটেলটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পুলিশ ওই হোটেল থেকে সিসিটিভির রেকর্ডীয় হার্ডডিক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদ উল্লাহ জানিয়েছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু হোটেলটি ভেতর দিয়ে লাশ উদ্ধারের ঘটনাস্থলে যাওয়ার একটি পথ রয়েছে তাই প্রাথমিকভাকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে হত্যার ঘটনাটি হোটেল থেকেই সংগঠিত হয়েছে। এই ঘটনায় হোটেলের সিসিটিভি ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরিস্থিতি বুঝে সংশ্লিষ্ট সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে তিনি বলেন আমরা এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দিবোনা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সেখানে রোববার সকালে ময়না তদন্ত হবে। এর মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া না গেলে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।