॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতের আঘাতে এক যুবক নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নানিয়ারচরের সাপমারা ও ইসলামপুর এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যারাতে নানিয়ারচর ইউনিয়নের সাপমারা এলাকায় আকস্মিক বজ্রপাতের আঘাতে স্থানীয় বাসিন্দা বিমল চাকমার ছেলে তান্ডব রাশ চাকমা (৩৫) নিহত হয়। তান্ডব রাশ চাকমা বিকেলে নৌকা যোগে বের হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহ নিজ বাসায় নিয়ে আসে।
এদিকে, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নয়া মিয়ার মেজো ছেলে ইমাদুল ইসলাম (২৮) নানিয়ারচর বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।