স্টাফ রিপোর্টার
পর্যটন শহর রাঙামাটিসহ জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। রাঙামাটিসহ সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে প্রাথমিকভাবে আগামী ১৪ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাপ্রশাসক। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে এই মেয়াদ বৃদ্ধি বা প্রত্যাহার করা হবে।
পর্যটন কেন্দ্র বন্ধ রাখার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানসমূহও রাত ৮ টা থেকে বন্ধ রাখা হবে। বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এক জরুরী সভায় এই ঘোষণা দেন। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির এ সভায় তিনি সভাপতিত্ব করছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটি জেলায় করোনা সংক্রমণ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনই রাঙামাটি জেলায় করোনায় আক্রান্তের হারে উর্ধগতি লক্ষ করা গেছে। সভায় পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি জেলায় স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দুরত্ব নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে রাঙামাটির জেলা প্রশাসন। পাশাপাশি পুলিশ প্রশাসনসহ নিরাপত্তার সাথে জড়িত সকল প্রশাসন করোনা সংক্রামণ রোধে সক্রিয় থাকবে।
জেলা প্রশাসক জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮ টা থেকে রাঙামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সবজীর দোকানগুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
ডিসি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান ও রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।