॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাস মোকাবেলা করতে গত ২৬শে মার্চ থেকে চলছে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও চলছে অঘোষিত লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে জেলার হাজার হাজার খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে ১ হাজার খেটেখাওয়া মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলার নেতৃবৃন্দ।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে ত্রাণ সামগ্রী ভর্তি ট্রাক নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীনদের বাড়িতে উক্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, যুগ্ম-সম্পাদক আলী বাবর। উক্ত ত্রাণ বিতরণে আরো সহযোগিতা করেন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আলোক প্রিয় চৌধুরী রিন্টু, জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুংঙ্গু, যুবদলের যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন বাবলু, পৌর ছাত্রদলের জাবেদ ইকবাল, আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদের এই করোনা দূর্যোগে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব মেনে আমরা আজ রাঙামাটির প্রত্যাকটি ওয়ার্ডের ১ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেচি। উপজেলা সমূহেও আমাদের এই ত্রাণ কার্যক্রম চলছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।