রাঙামাটির ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

407

॥ স্টাফ রিপোর্টার ॥
৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাঙ্গামাটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

উদ্বোধনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সবির কুমার চাকমা সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত বিভাগ ২০ কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করবে। ১১তলা ভিতবিশিষ্ট ৩তলা ভবনটিতে আন্ডারগ্রাউন্ড পার্কিং, ওপিডি, ইমার্জেন্সী ডক্টরর্স রুম, অপারেশন টিয়েটার, আইসিইউ, কিডনী ডায়ালিসিস সেন্টার ইত্যাদি সুযোগ সুবিধা থাকবে।