পার্বত্য জেলা রাঙামাটির ২টি পৌরসভা এবং ১০ উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৮২৮২২ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী শুরু হয়েছে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় শনিবার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পইন এর উদ্বাধন করেন রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার। এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগ, রাঙামাটি পৌরসভা ও রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির কর্মকর্তা-সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
রাঙামাটির স্বাস্থ্য বিভাগ জানায়, এ ক্যাম্পেইনে জেলার ১৩০০ টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৮৩টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১মাস বয়েসী ১০১২৭ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২৬৯৫ জন শিশুকে ১ টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সিভিল সার্জন জানান, রাঙামাটির কয়েকটি প্রত্যন্ত দূর্গম এলাকার কথা মাথায় রেখে যাতে এ সব এলাকার কোন শিশু কর্মসূচী থেকে বাদ না যায় সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর সুষ্ঠু তদারকি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটিরং টিম কাজ করছে।