স্টাফ রিপোর্ট- ১০ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি: রাঙামাটির তরুণ সামাজিক সংগঠন ‘আলো ফুল’ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙামাটি শহরের জুম রেস্তোঁরায় এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। পবিত্র মাহে রমজান ঘিরে সংগঠনের সদস্যবৃন্দ ও সুধীজনের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপন ও সৌভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানায় সংগঠনটি।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধরী, এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনিতিক ও আলোর ফুল এর প্রধান উপদেষ্টা আবদুল মতিন। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিসেস মনোয়ারা আক্তার জাহান, আলোর ফুল এর উপদেষ্টা ও দৈনিক রাঙামাটির ব্যবস্থপনা সম্পাদক মিসেস সুফিয়া কামাল ঝিমি, পৌরসভার মহিলা কাউন্সিলার মিসেস সোমা বেগম পূর্নিমা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলার মিজানুর রহমান বাবু এবং আলোর ফুল এর উপদেষ্টা আবদুল শুক্কর।
এ ছাড়া অন্যান্যের মধ্যে এডঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রনেতা আলী আকবর সুমন, আলোর ফুল প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম ভুট্টো, আলোর ফুল সভাপতি ইকবাল হোসেন শিশির, সাধারণ সম্পাদক মাহাদী ইমাম ও ভারপাপ্ত সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে। এ সময় প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিরব হোসেন রাসেল সদস্য সচিব মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা আগত সুধীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই সংগঠন প্রতিষ্ঠার পিছনে আমাদের একটাই উদ্দেশ্য সমাজিক উন্নয়ন এবং পিড়ীত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। নেতৃবৃন্দ আলোর ফুলের এই মিশনের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান