রাঙামাটি আল আমিন এতিমখানার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

79

॥ স্টাফ রিপোর্টার ॥

‘কুয়েত সোসাইটি ফর রিলিফ’ কেএসআর এর অর্থানুকূল্যে পরিচালিত রাঙামাটি আল আমিন এতিমখানার ছাত্র ও পোষদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এতিমখানা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের বিভিন্ন পর্যায়ে যোগ্যতা বিবেচনায় পুরস্কার বিতরণ করা হয়।

এতিমখানা পরিচালনা কমিটির প্রধান ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। এতিমখানার সুপার মাওঃ অলিউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আল আমিন ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম ছিদ্দিকী, রাঙামাটি প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক এবং ইসলামিক সেন্টারের যুগ্ম সম্পাদক কানজুল ইসলাম।

অতিথিগণ এতিম শিশুদের লালনপালনে সহযোগীতার জন্য কেএসআর বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, কুয়েতের এই সংস্থাটি এতিমদের খাদ্য ও পোষাকের ব্যবস্থা ছাড়াও তাদের লেখাপড়ার আনসাঙ্গিক ব্যয়, ঈদ সেলামী বিতরণ এবং বনভোজনে শিক্ষাসফরে পাশাপাশি এভাবে প্রতিবছর পুরস্কারের ব্যবস্থা করার মাধ্যমে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। অতিথিগণ শিক্ষার্থীদের মনযোগ সহকারে নিজেদের শিক্ষা জীবন পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, তোমরা মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং ইসলামের আদর্শ প্রচারে নিজেদের মেধাকে কাজে লাগাবে।