॥ স্টাফ রিপোর্টার ॥
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাঙামাটি শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোর্ট বিল্ডিং শাখায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন- আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল আলম ছিদ্দিকী।
বিশেষ মেহমান হিসেবে ইসলামী ব্যাংক স্টেশন রোড শাখার ভাইস প্রেসিডেন্ট ছানা উল্লাহ, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।