॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সরকারী কলেজের নব নির্মিত মহিলা ছাত্রী হোস্টেল উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে কলেজ মাঠে ক্ষুদ্র আয়োজনে স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের পক্ষে ছাত্রী হোস্টেল উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল প্রমূখ।
উদ্বোধনকালে কলেজ অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে চলেছে।
তারই ধারাবাহিকতায় রাঙামাটি সরকারী কলেজ উন্নয়নের এই ধারায় এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষে কলেজের উন্নয়নকর্মকান্ড গতিশীল করায় সরকারকে কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।