॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, শুভেচ্ছা বিনিময় সভা ও বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় মিলনায়তনে নবগঠিত কমিটির আহ্বাায়ক মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
বিশেষ অতিথি হিসেবে জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুসহ জেলা ছাত্রদলের সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতৃবৃন্দ।
এতে কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিনের সভাপতিত্বে সদস্য সচিব অলি আহাদ অসুস্থ জনিত কারনে অনুপস্থিত থাকায় অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এমএ হোসাইন জনি ও সুমন হোসাইন।
পবিত্র কোরআন শরীফ তিলওয়াত ও গীতা পাঠের পর একে একে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়কদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের বক্তব্য পর্বে আমন্ত্রিত অতিথি বৃন্দরা ছাত্ররাজনীতির নানা দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ সাব্বির তার নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন। তিনি সকল বাধা বিপত্তি এড়িয়ে আগামীদিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন উপস্থিত সকলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কমিটির সভাপতি জনাব ইমরান চৌধুরী সুজনের হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবগঠিত আহবায়ক কমিটির সকল যুগ্ম-আহবায়ক ও সদস্যদের সাথে নিয়ে আহ্বায়ক মোঃ আল আমিন।