রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হলেন আরফান আলী

248

॥ স্টাফ রিপোর্টার ॥
বিগত ০৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর দ্বাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে তথ্য ও প্রচার সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তরুণ কাঠ ব্যবসায়ী, সাবেক ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও বর্তমান রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আরফান আলী।

রাঙামাটিতে কাঠ ব্যবসায়ীদের গুরত্বপূর্ণ সংগঠনের এই নির্বাচনে তথ্য ও প্রচার সম্পাদক পদে ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শফিউল আজম ১৫০ ভোট পেয়ে পরাজিত হন।

গত শনিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহন শেষে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচন কমিটি-২৩ইং এর সভাপতি শাক্য উজ্জ্বল চাকমা এ ফলাফল ঘোষনা করেন।

মো: আরফান আলী রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর গত একাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনেও কার্য্যকরি সদস্য পদে নির্বাচিত হয়ে ৩বছর দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তথ্য ও প্রচার সম্পাদক পদে সদ্য বিজয়ী হন।

বিজয় পরবর্তী মো: আরফান বলেন, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর একাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে তরুণ হিসেব তথ্য ও প্রচার সম্পাদক পদে পদ-প্রার্থী হিসেব প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ভোটে নির্বাচিত হয়েছি। কাঠ ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীক কার্যক্রম ও সমিতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার সুযোগ দেওয়ায় আশা করছি সবাইকে নিয়ে কাঠ ব্যবসায়ীদের জন্য ভালো কিছু করার চেষ্ঠা করবো। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর দ্বাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে তথ্য ও প্রচার সম্পাদক পদে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ভোটে বিজয়ী করায় সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং সকল কাঠ ব্যবসায়ী, প্রশাসনসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অন্যদিকে অনুষ্ঠিত নির্বাচনে ২১৪ ভোট পেয়ে আজম খান চৌধুরী সভাপতি নির্বাচিত হয় এবং ১৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন শাওন ফরিদ। এছাড়াও সহসভাপতি রবিউল আলম রবি, সহ-সাধারণ সম্পাদক পদে বখতেয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে শহীদুল্লাহ কাজল, দপ্তর সম্পাদক পদে মানিক রতন নাথ, সদস্য পদে মোঃ আলমগীর, ইকবাল আহমদ, খোরশেদ আলম, নুর হোসেন রানা নির্বাচিত হয়েছেন।