॥ সৌরভ দে ॥
পার্বত্য জেলা রাঙামাটিতে চলতি বছরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে রাঙামাটি কোতয়ালী থানা। বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য রাঙামাটি কোতয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার)।
বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিনের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম সহ অন্যান্য সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।
জানা যায়, কোতয়ালী থানা কর্তৃপক্ষ তার অধীন রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদন্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এনিয়ে এবছর পঞ্চমবারের মতো রাঙামাটি জেলায় কোতয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।