রাঙামাটি গাউসিয়া কমিটির সাংগঠনিক শিক্ষা সফর অনুষ্ঠিত

102

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে গাউসিয়া কমিটির উদ্যোগে সাংগঠনিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই হ্রদের বুকে জেগে ওঠা চরে দিনব্যাপী চলে প্রশিক্ষণ ও দাওয়াতে খায়রের আলোচনা। শনিবার সকালে শহরের রিজার্ভ মুখস্থ উন্নয়ন বোর্ড ঘাট থেকে লঞ্চযোগে রওনা করেন সকলে। নাতে রাসুল(সাঃ) -এর মনোজ্ঞ সুরের সাথে চলতে থাকে লঞ্চ। নির্ধারিত সময়ে হ্রদ ঘেরা বালুখালীতে গিয়ে ভিড়ে গাউসিয়ানদের তরি। শান্ত হ্রদের তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে আনন্দ আয়োজনের পাশাপাশি শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষণ প্রদান করেন, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আজহারী ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী নক্সবন্দি। দাওয়াতে খায়রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেলা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী।

জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সওদাগর, মাওলানা রেজাউল করিম নঈমীসহ জেলা গাউসিয়া কিমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক শিক্ষা সফর বাস্তবায়ন উপ কমিটির আহবায়ক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। প্রশিক্ষণ কর্মশালায় মনোজ্ঞ নাতে রাসুল (সাঃ) পাঠ করেন গাউসিয়া কমিটির শায়েরগণ।