॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই জানুয়ারী দুই বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষান্তে আবারো নতুন করে কার্যনির্বাহী কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেম্বারের পরিচালকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে সভাপতি পদে মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি পদে উসাং মং ও সহ-সভাপতি পদে মোঃ আলী বাবরকে নির্বাচিত করা হয়। একই নির্বাচনে পরিচালক পদে কার্যনির্বাহী কমিটির মোট ১৫জনকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে সর্বমোট ১৮ (আঠার) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নির্বাচনের পরপরই রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বিগত পরিষদের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া নবনির্বাচিত সভাপতি আবদুল ওয়াদুদ’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুই বছর মেয়াদী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, সভাপতি-মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি-মোঃ আলী বাবর। এ ছাড়া ১৫জন কার্যনির্বাহী সদস্য পরিচালকগণ হলেন, মোঃ বেলায়েত হোসেন ভূঁইয়া, মোঃ শাহ আলম, মোঃ কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, মোঃ ইউসুফ হারুন, মোঃ জাহিদ আক্তার, মোঃ হারুনুর রশিদ মাতব্বর, মনসুর আলী, নিজাম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ মামুন, নেছার আহমেদ, মোঃ জহির উদ্দীন চৌধুরী, মোঃ মনিরুজ্জামান মহসিন রানা, মেহেদী আল মাহবুব, এএম ওবাইদুল্লাহ। আগামী দুই বছর মেয়াদকাল পর্যন্ত নির্বাচিত এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।