॥ স্টাফ রিপোর্টার ॥
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদে সাব্বিরের জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন বাবলু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদে সাব্বির, সহ-সভাপতি শাহ এমরান, মানিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সদর থানা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ প্রমূখ।