রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল

287

p2

॥ স্টাফ রিপোর্টার ॥ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পর্যটন কমপ্লেক্সে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে ও পরিষদ সদস্যের তত্ত্বাবধায়নে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক, পিএসসি, রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, রাঙামাটি ডিজিএফআই অধিনায়ক কর্ণেল মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ ভূঁইয়া, পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডারলেঃ কর্ণেল মালিক সামস উদ্দিন মো. মঈন, পিএসসি, স্থানীয় সরকার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেওয়ান, প্রাক্তন চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, নিখিল কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান এ কে দেওয়ান জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও আইনজীবীবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার ছাত্র-শিক্ষ,বিভিন্ন মসজিদের খতিবগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন।

ইফতার ও দোয়া মাহফিলের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে ইফতার মাহফিলে দেশের সকল জাতি ধর্মে মানুষের সহবস্থান ও শান্তি-সম্প্রীতিসহ দেশের উন্নয়ন বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী।