রাঙামাটি জেলা পরিষদে ইউএনডিপি’র গাড়ী প্রদান

293

p......7

স্টাফ রিপোর্টার, ৯ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সিএইচটিডিএফ-ইউএনডিপি হতে টয়োটা ব্র্যান্ডের দুটি গাড়ী হস্তান্তর করা হয়। ০৯ মার্চ বিকালে পরিষদ প্রাঙ্গণে গাড়ী দুটির চাবি ও দলিলাদি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার হাতে হস্তান্তর করেন সিএইচটিডিএফ-ইউএনডিপি’র ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা ও ডিস্ট্রিক্ট ম্যানেজার ঔশ্বর্য চাকমা। গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুুল মনসুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান