॥ কাউখালী প্রতিনিধি ॥
ধর্মী ভাবগাম্ভির্যে নানা আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর পিতার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কাউখালীর বেতবুনিয়ায় হেডম্যান পাড়াস্থ চেয়ারম্যানের নিজ বাস ভবনের সামনে তাকে সমাহিত করা হয় ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরীর পিতা বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেতবুনিয়া মৌজার হেডম্যান কংজ প্রু চৌধুরী (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার বিকেল পৌণে ৫ ঘটিকার সময় হেডম্যান পাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, নাতী, নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান বলে জানা যায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার, জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশসুপার মীর আবু তৌহিদ বিপিএম, রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহি আশরাফুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন রুবেল ও আনোয়ার আল হক, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ,বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও এর সহযোগী অংগ সংঘটন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব কতৃপক্ষ,উপজেলার বিভিন্ন প্রাতমিক শিক্ষক শিক্ষিকাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, অভিভাবক বৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও হেডম্যান, কার্বারী সহ বৌদ্ধাধর্মালম্বীয় ধর্মীয় দায়ক দায়িকা বৃন্দ এবং সাধারন জন সাধারন বৃন্দ।