রাঙামাটি জেলা পরিষদ হতে বিভিন্ন সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ

459

॥ স্টাফ রিপোর্টার ॥

পুরুষের পাশপাশি নারীদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহী করতে রাঙামাটি জেলা পরিষদ হতে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান শহরের মাঝেরবস্তী এলাকায় তার নিজ বাসভবনে ক্রীড়া সংগঠন প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন।

এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য শিলা রায়, মাঝেরবস্তি মহিলা ক্রীড়া সংঘের শিল্পী দে, রুমা নেওয়ার, শান্তা ত্রিপুরা’সহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সরঞ্জাম বিতরনকালে জেলা পরিষদ সদস্য মনোয়ারা বলেন, শত বাধার পরও নারী খেলোয়াড়রা বিভিন্ন খেলায় অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছে। ক্রীড়াজগতে আসার ক্ষেত্রে আমাদের মানসিকতা বড় করতে হবে। পুরুষ ও নারী উভয়কে সমান দৃষ্টিতে দেখতে হবে। সেটা করা হলে মহিলা খেলোয়াড়রাও ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে উজ্জ্বল করবে বাংলাদেশের নাম।

পরে তিনি মাঝেরবস্তি মহিলা ক্রীড়া সংঘ’সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরন