॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ এর সঞ্চালনায় কল্যাণ সভার সভাপতি মহোদয় বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন।
সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সুপার এর কাছে নানান সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় বিগত মাসের সমস্যা সমূহ সমাধান হওয়ায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জেলা পুলিশের সকল ইউনিটের বড় খানার জন্য আইজিপি কর্তৃক প্রদত্ত নগদ অর্থ ইউনিট ইনচার্জগণের নিকট হস্তান্তর করেন। এছাড়াও চাহিদার ভিত্তিতে বিভিন্ন ইউনিটের জন্য ৬৮ টি ফ্যান,০৫ টি স্মার্ট টিভি,০৭ টি ডিজিটাল প্রিন্টার ও ০৩ টি ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান করেন।
এসময় পুলিশ সুপার সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাঙামাটির সকল থানা,ফাঁড়ি ও ক্যাম্প থেকে আগত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।