রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

355

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্তি জেলা প্রশাসক মো. মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা স্কাউটস এর কমিশনার নুরুল আবসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে অতিথিরা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।