আগামী ২৭ শে জুলাই জাঁক জমকের সাথে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আগামী ২৭ শে জুলাই স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন জেলা নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শাওয়াল উদ্দীন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেব লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক কমিটি সদস্য হাজী দিদারুল আলম, মমিত বড়–য়া, হাজী আব্দুছ ছালাম, তমল চাকমা, পৌর ,শাখার সভাপতি আমীর হোসেন, ফজলুল করিম(ফজলু), মোঃ জব্বর হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক লিটক বড়–য়া প্রমূখ।
সভা থেকে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে সেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সোচ্ছার হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি সকল সহযোগী সংগঠনেরও সহযোগীতা কামনা করা হয়।