॥ স্টাফ রিপোর্টার ॥
কেক কেটে আনন্দঘন উৎসবের মধ্যে দিয়ে রাঙামাটিতে জিজিটাল সেন্টারের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “জনগণের দোড়গোড়ায় সেবার ১ যুগ” এই শ্লোগানে ডিজিটাল সেন্টারের একযুগ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইটিসি নাসরিন সুলতানা,নেজারত ডেপুটি কালেক্টর হাসান মোহাম্মদ শোয়েব, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মাইল ফলক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশের একযুগ পালন করতে পারছে।
তিনি বলেন,এই এক যুগে এসে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আরো বেশী করে জনগণের সেবায় মনোনিবেশ করতে হবে। ডিজিটাল সেন্টারে যারা কাজ করছে তারা সরকারে চুক্তি ভিত্তিক নিয়োগ,এই নিয়োগের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলে জনগণের সেবা নিশ্চিত করার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান।