রাঙামাটি নগর ছাত্রদলের আওতাধীন সকল কমিটি বিলুপ্ত

682

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি নগর শাখার অধীনস্থ সকল ইউনিট সমূহের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রেরিত নগর ছাত্রদলের আহ্বায়ক মো. খাইরুল ইসলাম রানা ও সদস্য সচিব এ.এস জাবেদ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি নগর শাখার সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ সকল ওয়ার্ড, আঞ্চলিক ও স্কুল/মাদ্রাসা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। উক্ত ইউনিট সমূহকে বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিকনির্দেশনায়, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল ও সু-সংগঠিতভাবে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ০৫/১১/২০২১ইং তারিখের মধ্যে নতুন কমিটি পুনর্গঠন হবে।