রাঙামাটি পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

460

police-pic-2
॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে এবং এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ মাহবুব-উন-নবীর সঞ্চালনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, এএসপি (কাপ্তাই র্সাকেল) মোঃ আসলাম ইকবাল, ডিআইও(১) মোঃ ইসমাইল হোসেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলীসহ সকল থানার অফিসার ইনর্চাজ ও রাঙ্গামাটি জেলার পুলিশের সদস্যরা।

সভায় জেলা পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।