॥ স্টাফ রিপোর্টার ॥
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) রাঙামাটি পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি ঘিরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, নগর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম ইউএনডিপি’র প্রতিনিধি আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং নগর স্বেচ্ছাসেবকগণ।