॥ আবদুল নাঈম মোহন ॥
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাঙামাটি পৌরসভার ৪নং ওর্য়াড কাউন্সিলর মোঃ মিজানুর রতহমান (বাবু)। দীর্ঘ ৮-৯ দিন প্রচন্ড জ্বর, শরীর ব্যাথা, ডায়বেটিস বাড়তি থাকায়, ১৫ আগষ্ট ২০২০খ্রিঃ শনিবার ডাক্তারের পরামর্শে সকালে রাঙামাটিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা দেন, বিকালে তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
শনিবার তার ফেসবুকে করোনা পজিটিভের কথা জানার পর, সবাই নিজনিজ ফেসবুকে প্রিয় মানুষটির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো।
শনিবার রাতে রাঙামাটিবাসীর কাছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে, দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, (কাউন্সিলর) মোঃ মিজানুর রহমান (বাবু) ছেলে মোঃ বাহাদুর শাহ্। এছাড়া এলাকাবাসীর সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন।