রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন যারা

457

॥ গোলাম মোস্তফা ॥

আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার লক্ষ্যে ইতিমধ্যে ৬নং ওয়ার্ডের সকল আগ্রহী প্রার্থীরা মনোনয়র ফরম জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর রবি মোহন চাকমা, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র চাকমা, মো. জালাল শিকদার, মো. আলমগীর, সজীব চাকমা। নির্বাচন নিয়ে তাদের সকলের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা নির্বাচিত হলে জনগনের সেবায় কি কি করবেন এবিষয়ে প্রতিবেদকের সাথে বিস্তারিত জানিয়েছেন।

রবি মোহন চাকমাঃ
এবিষয়ে বর্তমান কাউন্সিলর রবি মোহন চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেছি। আমি আশাবাদী যে ৬নং ওয়ার্ডের জনসাধারণ পূর্বের ন্যায় আমার পাশে থাকবে। তিনি বলেন একজন জনপ্রতিনিধির সফলতা ও ব্যর্থতা এই দুইটি দিকই থাকে। আমি আমার সফলতার দিকটি বাদ দিয়ে যেসব ব্যর্থতা ছিলো আগামীতে সুযোগ পেলে আমি সেই ব্যর্থতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। তিনি আরো বলেন, বর্তমান যে উন্নয়নের ধারা চলছে তা আমি অব্যাহত রাখব। আর বিগত ৫বছরে দায়িত্ব পালনকালে আমরা, রাঙামাটির সকল প্রশাসন ও জনসাধারণ যেভাবে দূর্যোগের মোকাবেলা করেছি তা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। আমি মনেকরি জনপ্রতিনিধি হিসেবে জনগনের পাশে থাকতে পেরেছি। দূর্যোগ মোকাবেলায় সরকারি যেসকল সাহায্য সহযোগিতা এসেছে তা আমি বিতরণের ক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্টন করতে সক্ষম হয়েছি তাই ব্যক্তিগত ভাবে আমি সফল হয়েছি বলে মনে করি। আশাকরি আমার ৬নং ওয়ার্ডের জনসাধারণ এই বিষয়গুলো মনে রেখে আগামীতেও আমার পাশে থাকবে। পরিস্কার-পরিচ্ছন্নতা ও লাইটিং বিষয়ে তিনি বলেন- এগুলা আমাদের রুটিন ওয়ার্ক এবিষয়ে আমি কতটা সফল হয়েছি তা আমার ওয়ার্ডের জনসাধারণ সবচেয়ে বেশি জানে। তারপরও যখনই আমাকে জানানো হয়েছে এই এলাকায় লাইট ফিউজ বা ময়লা জমে আছে। বিষয়গুলো জানার সাথে সাথেই আমি ব্যবস্থা গ্রহণ করেছি আগামীতেও তা অব্যাহত থাকবে। পরিশেষে তিনি বলেন আমি আগামীতে নির্বাচিত হলে জনগন যাতে আমাকে খুব সহজেই পেতে পারে সে লক্ষ্যে ৬নং ওয়ার্ডে আমি একটি অফিস নিবো।

রবি মোহন চাকমা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফোরামের সদস্য, মিলন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙমাটি জেলা ইউনিটের আজীবন সদস্য, রাঙামাটি ব্লাড ব্যাংক (রক্ত দিন, জীবন বাঁচান) এর উপদেষ্টা, যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বোচ্ছাসেবী কার্যক্রমে তিনি জড়িত আছেন।

রবীন্দ্র চাকমাঃ
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র চাকমার সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার উন্নয়নের লক্ষ্যে যেসকল কাজ গুলো করা দরকার সেসকল কাজগুলো করার লক্ষ্যে ৬নং ওয়ার্ডের চাকমা-বাঙ্গালী ও অন্যান্য সম্প্রদায়ের সকলের সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছি। তাই আমি যদি ৬নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ পাই তবে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে যেসব এলাকায় রাস্তা-ঘাট-কালভার্ড নির্মান প্রয়োজন তা আমি করব এবং আমার এলাকায় পানিরর সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানেও আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো বলেন, জনগণের সার্থে যেখানে যেখানে পৌরসভার লাইটের প্রয়োজন আছে আমি সেই স্থানে লাইটিং ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। আর আমার ওয়ার্ডের যেখানে সমস্যা হবে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি নিজে উপস্থিত হয়ে সে সমস্যার সমাধান করবো।
রবীন্দ্র চাকমা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভেদভেদী ফুমোন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে তিনি ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, ভেদভেদী সংঘরাম বিহার পরিচালনা কমিটির সাবেক সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত আছেন।

মো. জালাল শিকদারঃ
জালাল শিকদার ২০১০ ও ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ২০১০ সালে ৩৫৯ ভোট পান এবং ২০১৫সালে ৯১১ ভোট পেয়ে ২য় অবস্থানে ছিলেন। এবারও তিনি মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি ৬নং ওয়ার্ড বাসীর সেবা করে যাব।

মো. আলমগীরঃ
ব্যবসায়ী মো. আলমগীর’র সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬নং ওয়ার্ডের জনসাধারণের সেবা করার লক্ষ্যে আমি মনোনয়ন দাখিল করেছি। আর আমি যদি ৬নং ওয়ার্ডের সকলের দোয়া ও ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে আমার এলাকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি সকলের জন্য কাজ করব। ২০১৭ সালের পাহাড়ধ্বসে আমার ওয়ার্ডের জনসাধারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবি তাই তাদের উন্নয়নে আমি বিশেষ উদ্যোগ গ্রহণ করব। তিনি আরো বলেন ‘শিমুলতলী ও রূপনগর’ এলাকায় অনেক মানুষের বসবাস কিন্তু এই এলাকার শিশুদের জন্য কোন বিদ্যালয় নেই। তাই শিক্ষার্থীদের অনেক দূর-দূরান্তে গিয়ে পড়াশুনা করতে হচ্ছে। আমি নির্বাচিত হলে পোৗরসভার মাদ্যমে এই এলাকার শিক্ষার্থীদের জন্য একটি বিদ্যালয় স্থাপনের জন্য গুরুত্ব সহকারে কাজ করব।
মো. আলমগীর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এর পাশাপাশি তিনি ভেদভেদী ব্যবসায়ী সমিতির সদস্য এবং তারুণ্য স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে তার উপস্থিতি চোখে পড়ার মতো।

সজীব চাকমাঃ
৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সজিব চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আদর্শ একটি সমাজ প্রতিষ্টা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছি। জনগন যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি নারী, যুবক ও ছাত্র বান্ধব একটি সমাজ তাদের উপহার দিব। যুবদের খেলাধুলা ও ছাত্রদের পড়ালেখার পরিবেশ আমি আমি তৈরি করব। যে সমাজে নারীরা নির্বিঘেœ চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন পৌরসভার মাধ্যমে সরকারি যেসব সাহায্য সহযোগিতা আসবে তা কোন প্রকার পক্ষপাতিত্ব না করে আমি সমবন্টনের ব্যবস্থা করব। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইটিং ব্যবস্থার উন্নয়ন করবো এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
সজিব চাকমা রাঙামাটি পৌরসভা ৬নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি ও রাঙাপানি শ্মশান পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।