রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠিত

480

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রাঙামাটি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়ে বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশন, রাঙামাটি পৌরসভা ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে রোববার (২১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ) কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে অংশগ্রহণমূলক ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার পূর্ণাঙ্গ ইউনিট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশন, রাঙামাটি পৌরসভা ইউনিট কমিটির সভাপতি একেএম বশির হোসেন সাধারণ সম্পাদক সনত কান্তি বড়–য়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশন, রাঙামাটি পৌরসভা ইউনিট কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি একেএম বশির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাজু প্রসাদ দে, সহ সভাপতি-১ অনিক দেওয়ান, সহ সভাপতি-২ ছিদ্দিকুর রহমান, সহ সভাপতি-৩ দোলন বড়–য়া, সাধারণ সম্পাদক সনত কান্তি বড়–য়া, যুগ্ম-সম্পাদক ইমাম হোসেন, সহ সাধারণ সম্পাদক-১ নোবেল চাকমা, সহ সাধারণ সম্পাদক-২ দীপক কুমার বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হারাধন তালুকদার, অর্থ সম্পাদক অপূর্ব বড়–য়া, দপ্তর সম্পাদক টনেল দেওয়ান, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তোষ কুমার দে, ক্রীড়া সম্পাদক দীপক কুমার দাশ, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক নুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস মাহমুদা বেগম, নির্বাহী কার্যকরী সদস্য প্রবীর দাশ, নির্মল কান্তি দাশ, শশাংক কুমার বড়–য়া।