॥ ইকবাল হোসেন ॥
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে অঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। মরহুম আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকায় ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি পৌর ছাত্রলীগ।
শনিবার দুপুর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ৯টি ওয়ার্ডের দুইশতাধিক পরিবারের বাড়িতে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, সহ-সভাপতি রুপন দাশ, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন, সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা (অপু), ১নং ওয়ার্ড সভাপতি হাকিম, ৩নং ওয়ার্ড সভাপতি রবি, সাধারণ সম্পাদক সৌরভ, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রোমান, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রায়হান, ৬নং ওয়ার্ড সভাপতি রনি, সাধারণ সম্পাদক সুমন, ৭নং ওয়ার্ড সভাপতি রাজু, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিপু, ৯ং ওয়ার্ড সভাপতি সুকান্ত, সাধারণ সম্পাদক বাবু প্রমূখ।
এবিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা (অপু) পৌর ছাত্রলীগের এই মহৎ উদ্যোগের ডাকে সাড়া দিয়ে সহযোগিতা করায় মরহুম আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর কে অশেষ ধন্যবাদ জানান। তিনি আরো বলেন করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্ন শেষ না হওয়া পর্যন্ত রাঙামাটি পৌর ছাত্রলীগ অসহায় মানুষদের পাশে থাকবে।