রাঙামাটি প্রেস ক্লাবের নির্বাচনে রুবেল সভাপতি আনোয়ার সম্পাদক

647

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি প্রেস ক্লাবের নির্বাচনে দৈনিক পূর্বকোণ পত্রিকার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবল সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনে পুণ:রায় জয় লাভ হয়েছেন।

শুক্রবার বিকেলে প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে দু’জনেই জয়ী লাভ হয়।

এদিকে এ নির্বাচনে ইউএনবি’র রাঙামাটি জেলা প্রতিনিধি অলি আহম্মেদ সহ-সভাপতি হিসেবে জয়ী হয়েছেন।

এর আগে দুপুরে নির্বাচন পূর্ববর্তী দ্বি-বার্ষিক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

এসময় অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিভিন্ন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।