|| স্টাফ রিপোর্টার ||
রাঙামাটি বধির বিদ্যালয় ও বধির কল্যাণ সমিতির অফিস পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
বৃহস্পতিবার সকালে আসামবস্তিস্থ রাঙামাটি বধির বিদ্যালয় ও বধির কল্যাণ সমিতির অফিস পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বধির প্রতিবন্ধী ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানেন।
এরপর সমিতি কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন ঘিরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বধির কল্যাণ সমিতির উপদেষ্টা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ১০৪নং ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান, বিশিষ্ট সমাজ সেবক চাই থোয়াই প্রু মারমা, দীপক দাশ (মানিক), রাঙামাটি পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী। বধিরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর আলী, মহিলা সম্পাদিকা মুক্তা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিনা চৌধুরী (বধির), ইশারা ভাষায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের উন্নয় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। পার্বত্য অঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। আপনারা কেউ মন ছোট করবেন না, ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি ও আমি আপনাদের পাশে আছি। তিনি- বধির কল্যাণ সমতি ও বধির বিদ্যালয়ের জন্য জায়গার ব্যবস্থা করলে সেখানে একটি নান্দনিক ভবন স্থাপন করে দিবেন বলে আশ্বাস দেন। এছাড়াও বধির বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত যারা বিনা পয়সায় শ্রম দিয়ে যাচ্ছেন তাদেরকে জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিমাসে ভাতা প্রদান সহ বধিরদের উন্নয়নে এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন।