রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের আলোচনা ও ইফতার মাহফিল

106

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আবু সৈয়দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, পরিবেশক সমিতির সভাপতি মো. সাওয়াল উদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, সাধারণ সম্পাদক ইকবাল করিম।

রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য খাজা মাহাতাব আলম রাজুর সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা মো. সাব্বির আহম্মেদ, সাংবাদিক মো. সোলায়মান ও শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল ওয়াহেদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনা করেন- বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান আহম্মেদ। আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন- তৈয়্যবিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা আখতার হোসেন চৌধুরী।