রাঙামাটি বিজিবি সেক্টরের উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ

346


॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল হতে আসা শীতার্ত গরীব ও দুঃস্থ পাহাড়ি বাঙালিদের মাঝে পুরুষ কম্বল বিতরণ করেছে বিজিবি রাঙামাটি সেক্টর। রোববার দুই শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

বিজিবি রাঙামাটি সেক্টরের হেলিপ্যাডে গরীবদের মাঝে এসব কম্বল বিতরণ করেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম বলেন, বিজিবি কর্তৃক বিতরণকৃত কম্বল পেয়ে গরীব অসহায় মানুষ যদি শীতে একটু উষ্ণতা পান সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগবে। তিনি বলেন, বিজিবি নিয়মিত দায়িত্বের পাশাপাশি পার্বত্য এলাকায় উন্নয়নমুলক নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।

এর মধ্যে প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে কৃষি সহায়তা, শিক্ষা ক্ষেত্রে সহায়তা সহ নিজেদের আন্তঃ ক্যাম্প বৃক্ষরোপণ মৎস্য চাষসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান শৈত্য প্রবাহে স্বচ্ছল পরিবারগুলো সহাযোগীতা নিয়ে শতিার্ত মানুষের পাশে দাঁড়ালে তাদের আর কষ্ট থাকবে না।