॥ এম.নাজিম উদ্দিন ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ রাঙামাটি সরকারী কলেজ এবং রাঙামাটি সরকারী মহিলা কলেজ উপ-কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ২,৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৫৩৯ জন উপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ৯০.০৭%।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড.নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী এবং পরীক্ষা সংশি¬ষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর ‘সি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । গত ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত জিএসটি ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।