॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবিতে অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়–য়াকে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। রোববার সকালে স্মারকলিপি প্রদানকালে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সভাপতি মেহেরাজ হোসেন, সহ- সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পিসিসিপি নেতৃবৃন্দ ৪দফা দাবি উপস্থাপন করেঃ ১. রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত করা। ২. মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস করা হলে সেখানে শহীদ মনিরের নামে একটি ছাত্র হল করতে হবে। ৩. শহীদ মনিরের পরিবার থেকে যে কোন একজনকে মেডিকেল কলেজে সরকারি চাকরি দিতে হবে। ৪. রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পিছনে বাঙালিদের অবদান তাই চাকরি ও ভর্তি ক্ষেত্রে রাঙামাটির বাঙালিদের যাতে অগ্রাধিকার দেওয়া হয়।