স্টাফ রিপোর্টার, ২৩ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলের ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহমদ সওদাগর। বিশেষ অতিথি ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাফর লিটন, স্কুলের পরিচালক ও হিল নিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোহাম্মদ সোলায়মান, দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার রাঙামাটি প্রতিনিধি আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল পরিচালনা কমিটির অর্থ সচিব সাব্বির আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের নিয়মিত শিক্ষার পাশাপাশি ক্রিড়া-সাংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। শিশুদের প্রতিভার বিকাশ ঘটাতে স্কুল কর্তৃপক্ষকে আরো উদ্যোগ নিতে হবে এবং শিক্ষকদের এ বিষয়ে আরো মনোযোগি হতে হবে। বক্তরা বলেন, রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিশুদের প্রতিভার বিকাশে অবদান রেখে চলেছে। বক্তারা স্কুলের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোতিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান।