রাঙামাটি শহরের শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ সেলিম কোং

378

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের হাজারো শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের রসদ পরিবহনসহ নানামুখী সহযোগিতা করা ঐতিহ্যবাহি হাজী ইউছুপ আলী কোম্পানীর সন্তান মোঃ মঈন উদ্দিন সেলিমের উদ্যোগে সোমবার বিকেলে দরিদ্র পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে রাঙামাটি শহরে রিজার্ভ বাজারের, ইসলামপুর, শরিয়তপুর, জালিয়াপাড়া, পুরান পাড়া এলাকার শীতার্ত প্রায় এক হাজার পরিবারকে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আওয়ামী রাজনীতিতে রাঙামাটিতে হাজী ইউছুপ আলী কোম্পানীর পরিবার পরীক্ষিত সৈনিক।

এলাকার শীতার্ত মানুষজনের পাশে অতীতের মতোই বর্তমানেও এই পরিবারটি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মতো অন্যান্য বিত্তশালীদেরকেও চলমান পরিস্থিতিতে শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তিনি।

মহতী এই আয়োজনের উদ্যোক্তা রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক গ্রুপের সভাপতি মঈন উদ্দিন সেলিম জানিয়েছেন, রাঙামাটি শহরের শীতার্ত মানুষজনের জন্য তার কম্বল বিতরণ সহায়তা অব্যাহত রাখা হবে।