রাঙামাটি শহরে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

377

॥ আলমগীর মানিক ॥
রাঙামাটির অন্যতম বাণিজ্যিক এলাকা রিজার্ভ বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার রিজার্ভ বাজারের মাসুদ টাওয়ারে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মূছা মাতব্বর। ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মোঃ নাইয়ার আজম এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আবাসিক হোটেল সমিতির সাধারন সম্পাদক মোঃ মাঈনুদ্দীন সেলিম, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, ইসলামী ব্যাংক রাঙামাটি শাখা প্রধান মোঃ সানাউল্লাহ, উপশাখা প্রধান আব্দুল হাই প্রমুখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাঙামাটিতে চলমান অর্থনীতির বিশাল অংশজুড়েই রয়েছে রিজার্ভ বাজারের স্থানীয় পাইকারি ব্যবসায়িদের আধিক্য। তাদের পাশে থেকে ব্যবসা বানিজ্যে সহযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অত্র এলাকায় ইসলামী ব্যাংকের উপশাখার পথচলা।

বক্তারা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের সর্ববৃহৎ, শক্তিশালী ও শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে আন্তর্জাতিক পরিমন্ডলে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করে চলেছে। কর্মকর্তাদের সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পরিপালনের সংস্কৃতি এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যাংকটিকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রণোদনা কর্মসূচীর আওতায় ইতিমধ্যেই রাঙামাটির কয়েকজন ব্যবসায়িকে মাত্র ৪ শতাংশ মুনাফায় ঋণ প্রদান করেছে রাঙামাটির ইসলামী ব্যাংক। এই ধারা অব্যাহত রেখে এই ধরনের ঋণ প্রদান আরো বৃদ্ধির দাবিও জানিয়েছেন ব্যবসায়ি নেতৃবৃন্দ।