॥ মাসুদ পারভেজ নির্জন ॥
রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার সকালে তবলছড়ির স্বর্নটিলা হিন্দুপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে দুইজনকে বাড়ী হতে হাতে নাতে গাজা সহ আটক করা হয়।
আটককৃতরা শাহ আলমের স্ত্রী শামসুন নাহার(৩৫) এবং আব্দুল সাত্তারের ছেলে আব্দুল খালেক(৩২)।উভয়েই তবলছড়ির স্বর্নটিলার হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে ভাই বোন।
আটককৃতদের ধারা ২০১৮ সনের ৩৬(১) সারনির ১৯(ক)ও ৩৮ ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।