॥ স্টাফ রিপোর্টার ॥
পর্যটন শহর রাঙামাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে রাঙামাটি পৌরসভা ৭হাজার ডাস্টবিন বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় ৭নং ওয়ার্ডকে ময়লা আবর্জনা মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন মার্কেট, মাছ বাজার, কাঁচা বাজার, হোটেল, ল্যাব, রেস্টুরেন্ট এবং বহুতল ভবনে পৌরসভার পক্ষ থেকে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে হ্যাপির মোড় ঘুরে বনরূপা বাজার ও কাটাপাহাড় হয়ে আলিফ মার্কেটে গিয়ে এই ডাস্টবিন বিতরণ শেষ হয়। এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।