॥ স্টাফ রিপোর্টার ॥
পর্যটন শহর রাঙামাটিকে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিনত করতে শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ী, বোট চালক, রেস্তোরা মালিকসহ বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে একযোগে ৭ হাজার ডাস্টবিন বিতরণ করা হয়। বুধবার বেলা ১২টায় স্থানীয় সরকার বিভাগের তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে ব্যবসায়ীদের মাঝে এসব ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাঙামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, পৌরসভা প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো: আবু ছৈয়দসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একই সাথে শহরের ৯ টি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে ৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবকের সহযোগিতায় বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে পচনশীল এবং অপচনশীল ময়লা ফেলার জন্য ৭ হাজার ডাস্টবিন বিতরণ করা হয়।