॥ স্টাফ রিপোর্টার ॥
“শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্য বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় আয়োজিত “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ইং” এর ৭দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর ২য় দিনে “কন্যা শিশু দিবস-২০২০ইং” উপলক্ষ্যে কন্যা শিশুদের দেশের গান প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রূপনা চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান মহসিন রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুর গুর্খা, গার্লস গাইড এসোসিয়েশনের জেলা কমিশনার বীনা প্রভা চাকমা, সঙ্গীতঙ্গ দীলিপ বাহাদুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) এর সাবেক যুগ্ম-সম্পাদক ম্যারেলিন এ্যানি মারমা।