রাঙামাটি শিশু একাডেমির আয়োজনে জেলা ইসিসিডি কমিটির ওরিয়েনটেশন সম্পন্ন

516

॥ ইকবাল হোসেন ॥

রাঙামাটিতে শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ এর বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত জেলা ইসিসিডি কমিটির সদস্যদের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুন) দিনব্যাপি বাংলাদেশ শিশু একাডেমি, রাঙাামটি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফ, বাংলাদেশ এর সহযোগিতায় ওরিয়েনটেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ এর বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত জেলা ইসিসিডি কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপি ওরিয়েনটেশন শুরু হয়।

ওরিয়েনটেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশে (ইসিসিডি) এর গুরুত্ব, বর্তমানে বাংলাদেশে ইসিসিডির অবস্থা ও ইসিসিডি পলিসির প্রয়োজনীয়তা, শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি ২০১৩ এর মূল বিষয়বস্তু, বিভিন্ন (জাতীয়, উপজেলা, ইউনিয়ন) পর্যায়ের ইসিসিডি কমিটি ও কমিটির সদস্যদের দায়-দায়িত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়।