রাঙামাটি সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

111

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাঙামাটি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ক্ষুদ্র-নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়ান অতিথিরা। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন- জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা। কৃষকলীগ রাঙামাটি সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রফিক এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব চন্দ্রজিত দেওয়ান আনন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও জেলার সহ-সভাপতি মিসেস শান্তনা চাকমা, কেন্দ্রীয় সদস্য মোতাহার হোসেন বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, পৌর শাখার সভাপতি মানস মুৎসুদ্দী, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক অমল কান্তি চাকমা, সদর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রমেশ মারমা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবু। এসময় কৃষকলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, আজকের এই সম্মেলন তখনই বাস্তবায়ন হবে যখন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নের অংশিদার হবেন। আগামী নির্বাচনে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে লোভ দেখাবে এবং অনেকে অস্ত্রের ভয় দেখাবে। এসব অস্ত্রধারীদের কে ভয় পেলে চলবে না। বিগত সময়ে আওয়ামী লীগের কেউ আওয়ামী আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আগামীতেও কেউ আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, কৃষকদের দুঃখ কষ্ট বুঝতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ গঠন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা ও কৃষকদের দুঃখ কষ্ট বোঝেন। আর তাই তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, কৃষি উপকরণ বিতরণ করে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে তিনি কৃষি প্রণোদনা দিয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কৃষক লীগ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা অমর কান্তি চাকমাকে সভাপতি, প্রনোতোষ চাকমা ও ইসমাইল হোসেনকে সহ-সভাপতি, চন্দ্রজিত দেওয়ান (আনন) কে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসান ও অসীম ভট্টাচার্য্যরে নাম ঘোষণা করেন।