রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের ভার পেলেন আবুল কাশেম

246

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফকে অব্যহতি দিয়েছে জেলা কমিটি এবং যুগ্ম সম্পাদক আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সেচ্ছাসেবকলীগ জেলা শাখার দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিলন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে গত ১৭ অক্টোবর ২০২৩ শুক্রবার  এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে বাংলাদেশ আওয়াামী স্বেচ্ছাসেবক লীগ  রাঙামাটি সদর  উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফু উদ্দিন’কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের গঠনতন্ত্রের ৩৪ (গ) ধারা মোতাবেক অব্যহতি প্রদান করা হলো। এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব অর্পিত মোঃ আবুল কাশেমকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে পরবর্তী দলীয় কর্মসূচি সফল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।“