রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নমিতা দেওয়ানের প্রয়াণ

490

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও রাঙামাটির এমপি দীপংকর তালুকদারের বড় বোন প্রফেসর নমিতা দেওয়ান পরলোক গমন করেছেন। রোববার সকাল আনুমানিক ০৬:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঈন উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিটের সাবেক সেক্রেটারী আবু সাদাৎ মো. সায়েম, স্বজন সম্মিলন পরিষদ এসএসসি-৮৯ ব্যাচ, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।