॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সরকারি কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখা। রোববার সকালে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করেন।
এসময় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেন বাপ্পু, সদস্য আকবর হোসেন ও শরীফুল ইসলাম শাকিল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, বিবিএস পাস কমিটির সিনিয়র সহ সভাপতি সাধন বিকাশ চাকমা, একাদশ-দ্বাদশ কমিটির সাধারণ সম্পাদক আবু আবরার আলভী, ছাত্রনেতা ওমর মোর্শেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।